Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের বাগদাদ বিমানবন্দরে ভয়াবহ রকেট হামলা চালিয়ে ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র।
মার্কিন বাহিনীর নিখুঁত এই হামলায় সোলাইমানির সঠিক অবস্থান নিশ্চিত করতে সহায়তা করেছে ইসরায়েলের গোয়েন্দারা। খবর জেরুজালেম পোস্ট ও টাইমস অব ইসরায়েলের।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার দামেস্ক থেকে ইরাকে উড়ে আসেন সোলাইমানি। সেখানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্য সরবরাহকারীরা সোলাইমানিকে বহনকারী বিমান সম্পর্কে তথ্য দেন।
পরবর্তীতে সেই তথ্য যাচাই করে সোলাইমানির সঠিক অবস্থান নিশ্চিত করে ইসরায়েলের গোয়েন্দারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।