জুমবাংলা ডেস্ক : সিলেটে বিয়ানীবাজারে ১৯৯৯ সালে চাচাকে খুন করে আত্মগোপনে চলে যাওয়ার ২২ বছর পর আসামি আবুল কালামকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
সোমবার (৮ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখার বিছরাবাজারস্থ সুরমা ব্রিক ফিল্ডের পাশ তাকে আটক করা হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, পূর্ব বিরোধের জেরে ১৯৯৯ সালে বিয়ানীবাজারের মুড়িয়ার আভঙ্গি গ্রামের একরাম আলির পুত্র আজির উদ্দিনকে খুন করেন তার ভাতিজা আবুল কালাম। এ ঘটনায় আবুল কালামসহ ৫ জনকে আসামি করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা করা হয়। পুলিশ মামলার তদন্ত শেষে সিলেটের আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এরপর ২০০০ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এ মামলার (জিআর-১৮১/৯৯) অপর আসামিরা জেল খেটে বর্তমানে জামিনে রয়েছেন।
তবে ঘটনার পর থেকে পলাতক ছিলেন কালাম। পার্শ্ববর্তী বড়লেখা উপজেলায় বিছরাবন্দে বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে ২২ বছর নিরাপদে কাটিয়ে দেন তিনি।
বিয়ানীবাজার থানায় গ্রেফতারি পরোয়ানা ২০০০ সালে গৃহীত হওয়ার পর আসামি পলাতক থাকায় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থেকে তাকে দীর্ঘদিন পর গ্রেফতার করা সম্ভব হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।