জুমবাংলা ডেস্ক: মানিকগঞ্জে আজহার হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. কাওসার (৬০)।
আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)-এর কমান্ডিং অফিসার(অধিনায়ক) পুলিশের ডিআইজি মো. মোজাম্মল হল এ বিষয়ে বিস্তারিত জানাবেন হবে বলে জানান।
এলিট ফোর্স র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি আ ন ম ইমরান খান বাসসকে এ তথ্য জানান।
র্যাব-৪ এর এএসপি (মিডিয়া) জিয়াউর রহমান চৌধুরী জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর একটি টীম রাজধানীর গুলশান এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মানিকগঞ্জের সদর থানার আজহার হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি কাওসারকে গ্রেফতার করেন।
তিনি আরও জানান, বহুল আলোচিত ও চাঞ্চল্যকর আজহার হত্যা মামলার ফাঁসির আসামি দীর্ঘ ৩১ বছর যাবত বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন এলাকায় পলাতক ছিল। তার ব্যবহৃত জাতীয় পরিচয়পত্রটি ছিল ভুয়া। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।