আন্তর্জাতিক ডেস্ক: হন্ডুরাসের একটি কারাগারে শুক্রবার দাঙ্গায় কমপক্ষে ১৮ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। খবর ইউএনবি’র।
কর্তৃপক্ষ জানায়, হন্ডুরাস সরকার তাদের কারাগার ব্যবস্থাপনায় জরুরি অবস্থা ঘোষণার কয়েকদিন পরই ক্যারিবীয় উপকূলের আটলান্টিদা অঞ্চলের তেলা এলাকায় এই দাঙ্গার ঘটনা ঘটল। উত্তরাঞ্চলের বন্দর শহর তেলাতে একটি কারাগারে হওয়া দাঙ্গাটি দেশটির সাম্প্রতিক দুর্ঘটনার অন্যতম ছিল।
এর আগে বেসামরিক নেতাদের পরিবর্তে সামরিক ও পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ কমিশনের কাছে কারাগারের দায়িত্ব দেয়ার প্রেক্ষিতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।
তবে তেলা কারাগারের মুখপাত্র জোস কোলো জানান, বিশেষ কমিশন দায়িত্ব বুঝে নেয়ার আগেই এই দাঙ্গার ঘটনা ঘটেছে।
এই ঘটনার পর কারাগারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং এ বিষয়ে তদন্ত শুরু করতে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, হন্ডুরাস কারাগারগুলোতে ২০ হাজারের বেশি মানুষ কারাবন্দী রয়েছে, যদিও এর ধারণক্ষমতা প্রায় ৮ হাজার। দেশটিতে প্রায়ই কয়েদীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।