
জুমবাংলা ডেস্ক: হবিগঞ্জ জেলার হাওর এলাকায় রোদ বৃষ্টির আসা যাওয়ার মধ্যেই চলছে কৃষকের ধান কাটা। গতকাল বিকেল পর্যন্ত জেলার ৬টি উপজেলার গভীর হাওরের ৩৭ শতাংশ ধান কেটে ফেলা হয়েেেছ। সাধারণ এলাকার কাটা হয়েছে ১১ শতাংশ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন জানান, জেলার হাওরে ৪৬ হাজার ৩৬০ হেক্টর বোরো আবাদ হয়েছে। সব মিলিয়ে জেলায় ১ লাখ ২০ হাজার ৮শ’ হেক্টর আবাদ হয়েছে।
এদিকে গত কয়েকদিন যাবৎ জেলায় অতিবৃষ্টি এবং নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে পূর্ভাবাস দিলেও গতকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিলো।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, এখন (গতকাল) পর্যন্ত জেলার কোন নদীর পানি বৃদ্ধি পায়নি। পূর্ভাবাস অনুযায়ী ভারতের ত্রিপুরায় কোন বৃষ্টি না হওয়ায় সেখান থেকে কোন পানি বা পাহাড়ী ঢল আসেনি। তবে অভ্যন্তরীণ যে বৃষ্টিপাত হয়েছে তা ধানের জন্য কোন ক্ষতির কারণ নয়। বরং এখন থেকে হাওরে পানি বৃদ্ধি পাওয়াটাই হাওর এলাকার স্বাভাবিক আচরণ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।