জুমবাংলা ডেস্ক: হবিগঞ্জ জেলা সদরের শহরতলীর রামপুর গ্রামে চার মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ইয়াসিন আরাফাত রানা বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাঁজাসহ চার মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মাদকসেবীরা হলেন- সদর উপজেলার মজলিশপুর গ্রামের উস্তার মিয়ার ছেলে রমজান মিয়া (২২), একই গ্রামের বাবলু মিয়ার ছেলে রায়হান মিয়া(২০), করম আলীর ছেলে জালাল উদ্দিন (২১) ও রামপুর গ্রামের ব্রজলাল সূত্রধরের ছেলে রনি সূত্রধর (২১)। পরে প্রত্যেককে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০টাকা করে মোট ২০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা আজ সকালে জানান, বৃহস্পতিবার রাতেই সাজাপ্রাপ্ত চার ব্যাক্তিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।