Advertisement
জুমবাংলা ডেস্ক :হবিগঞ্জের মাধবপুরে ডাকাতের হামলায় চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) আনুমানিক রাত পৌনে এগারোটায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মাধবপুর থানার আওতাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই জিয়াউর রহমান, কনষ্টেবল রুহুল আমীন, সানোয়ার হোসেন ও আবুল ফয়েজ। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে গুরুত্বর আহত রুহল আমীনকে ঢাকা প্রেরণ করা হয়েছে।
হাসপাতালে ভর্তি আহত পুলিশ সদস্যরা এর সত্যতা নিশ্চিত করে জানান, তারা রাতের টহলে ছিলেন। এ সময় ডাকাতদল তাদের উপর হামলা চালায়। এতে তারা আহত হয়। পরে তেলিয়াপাড়া, মাধাবপুর ও চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।