জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফেইসবুক লাইভে আপত্তিকর ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার পশ্চিমভাগ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান আজমিরীগঞ্জের শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছানু মিয়া (৪০), ধনু মিয়া (৫২), মুহিত মিয়া (৬০) এবং রেনু মিয়াকে (৪২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া আহত রুপালী আক্তার (১৫), আশরাফুল আলম (২০), সালেক আহমদ (২৮), ইমরান মিয়া (২৩), আশাদুল (২০), রাসেল মিয়া (২৭), জুয়েল মিয়া (২৫), নুর মিয়া (৪৫), ইমন মিয়া (২৫), কালাম মিয়া (৪০), আব্দুস সহিদ (৭০), আলী হোসেন (৩৫), রফিক মিয়া (২০), হৃদয় মিয়া (২২), সাদেকুর মিয়া (২৪), ধলাই মিয়া (৫০), আব্দুস সালাম (৪০), রাসেল মিয়া (৩৮), ওয়াহিদ মিয়া (৬০), খুর্শেদ মিয়া (২২), মোস্তাকিম (৪২), রহিমা বেগম (৫০), সুবেল মিয়া (২০) এবং রুবেল মিয়াকে (৩০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে তৈয়ব আলীর ছেলে অলি মিয়ার সঙ্গে একই গ্রামের প্রয়াত বুছা মিয়ার ছেলে ধনু মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার বিকালে ধনু মিয়ার ছেলে রনি মিয়া তার ফেইসবুক আইডি থেকে লাইভে এসে তৈয়ব আলীর আরেক ছেলে খলিল মিয়াকে নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক কথাবার্তা বলেন।
এ নিয়ে ওইদিন সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ও স্থানীয়দের মধ্যস্ততায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, আগের দিনের ঘটনার জেরে শনিবার সকালে দুই পক্ষের লোকজন আবার দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারী পুরুষসহ অন্তত ৪০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহত ধনু মিয়া বলেন, “প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে আমাদের ওপর আক্রমণ চালানোর চেষ্টা করে আসছিল। সুযোগ পেয়ে তারা হামলা চালিয়ে আমিসহ আমাদের লোকজনকে আহত করেছে।”
তবে অপরপক্ষের অলি মিয়া কিংবা তার লোকজনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গোলাম মোস্তফা বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।