স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতের বর্ষীয়ান স্পিনার হরভজন সিং। এবার অবশ্য তিনি অন্য কারণে শিরোনামে উঠে এসেছেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, তিনি ৪ কোটি রুপি প্রতারণার শিকার হয়েছেন। চেন্নাই সিটি পুলিশের কাছে তিনি এ ব্যাপারে অভিযোগও জানিয়েছেন। তবে অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন যে, হরভজনের সব পাওনা তিনি মিটিয়ে দিয়েছেন।
সেই প্রতিবেদন অনুযায়ী, হরভজ যে ব্যবসায়ীকে ৪ কোটি রুপি দিয়েছিলেন তিনি সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করে রেখেছেন। কারণ, হরভজন তার নামেই অভিযোগ দায়ের করে রেখেছেন। হরভজনের বয়ান অনুযায়ী, ২০১৫ সালে একজন কমন ফ্রেন্ডের মাধ্যমে সেই জি মহেশ নামের সেই ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় হয়। এরপর ব্যবসার কাজে সহযোগিতার জন্য হরভজন তাকে ৪ কোটি রুপি ধার দেন। এরপরেই শুরু হয় ঝামেলার।
টাকা ফেরত পেতে হরভজন একাধিকবার সেই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করলেও মহেশ পাওনা ফেরত দিতে গড়িমসি শুরু করেন। গত মাসে মহেশ হরভজনকে ২৫ লক্ষ রুপির একটি চেক দেন। তবে পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় সেই চেক বাউন্স করে। কিছুদিন আগেই চেন্নাই গিয়েছিলেন হরভজন। সেখানে গিয়ে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্তের জন্য ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছে ব্যবসায়ী মহেশকে। তারপর তিনি মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। সেই আবেদন যদিও এখনো মঞ্জুর হয়নি।
মহেশ দাবি করেছেন, থালাম্বরে অবস্থিত তার নিজস্ব সম্পত্তি জামিন রেখেই তিনি হরভজনের কাছ থেকে ৪ কোটি রুপি ধার নিয়েছিলেন। সেই ধার তিনি মিটিয়ে দিয়েছেন। এখন হরভজন তার কাছে কোনো টাকা পান না। কোভিডের কারণে ক্রিকেট বিশ্বে এখন মন্দা চলছে। অনেক ক্রিকেটারই আর্থিক সমস্যায় পড়েছেন। তা সত্ত্বেও আইপিএলের লোভনীয় চুক্তি বাতিল করে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন হরভজন। এর ফলে ২ কোটি রুপি ক্ষতি হয়েছে তার। তারপরেই এমন প্রতারণার ঘটনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।