জুমবাংলা ডেস্ক: রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসবাদী হামলার বিচারকে ‘বাংলাদেশের জন্য মাইলফলক’ হিসাবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার মার্কিন দূতাবাস থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার বিচার সমাপ্ত হওয়ার বিষয়টি লক্ষ্য করেছে। এ রায়ের ফলে সেদিনের নির্মম হত্যাকান্ডের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এই মামলার বিচার বাংলাদেশের জন্য মাইলফলক ।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্র হলি আর্টিজান বেকারিতে হামলার পুরো তদন্ত কাজে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে গর্বিত। বাংলাদেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং বিশেষ করে আইনের শাসন পরিস্থিতির উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। হত্যাকান্ডের শিকার সাধারণ নাগরিক এবং ঘৃণ্য সন্ত্রাসী হামলা মোকাবেলায় হতাহত বাংলাদেশী আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রিয়জনদের প্রতি যুক্তরাষ্ট্র আবারো গভীর সহমর্মিতা প্রকাশ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।