আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক আলেক্সি নাভালনি কারাগারে মারা গেছেন।
গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আর্কটিক অঞ্চলের একটি কারাগারে বন্দি অবস্থায় মারা যান তিনি। এর এক সপ্তাহের বেশি সময় পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাভালনির মুখপাত্র কিরা ইয়াময়েশ জানান, নাভালনির মায়ের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। মুখপাত্র এ তথ্য এমন সময়ে দিয়েছেন যখন বলা হচ্ছিল যে তাকে গোপনে দাফন করতে সম্মত হতে বলা হচ্ছিল। অন্যথায় তিনি যেখানে মারা গিয়েছেন সেই কলোনিতে তাকে দাফন করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে যারা নাভালনির মরদেহ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেন, অন্ত্যেষ্টিক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।
নাভালনির মুখপাত্র বলেন, আমরা জানি না, পরিবার যেভাবে চায় এবং আলেক্সির প্রাপ্য সেভাবে অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ হস্তক্ষেপ করবে কি না।
ইয়ামালো-নেনেটস জেলা কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত শুক্রবার হাঁটার পরে হঠাৎ নাভালনি অসুস্থ বোধ করেন। অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এমন অবস্থা দেখে তাৎক্ষণিক জরুরি মেডিকেল টিমকে ডাকা হয়। তারা এসে চেষ্টা করলেও নাভালনিকে বাঁচাতে পারেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।