হাঁটুর বয়সি যে তরুণের প্রেমে মজেছেন শাকিরা!

বিনোদন ডেস্ক: ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে বিশ্ববিখ্যাত পপতারকা শাকিরার। এরই মধ্যে শুরু হয়েছে শাকিরার (৪৫) নতুন প্রেমের গুঞ্জন।স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বলেছে, এবার শাকিরা প্রেমে পড়েছেন ২৪ বছর বয়সি সার্ফিং ইনস্ট্রাক্টর গোরকা একজুরডিয়ার।সম্প্রতি শাকিরা ও গোরকার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে।একসঙ্গে তাদের সার্ফিংও করতে দেখা … Continue reading হাঁটুর বয়সি যে তরুণের প্রেমে মজেছেন শাকিরা!