
আন্তর্জাতিক ডেস্ক : পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল দেশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন চালানোর ছক কষলেও শুরু থেকেই তাতের সমর্থন জানিয়েছে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। ফ্লয়েডকে যেভাবে হত্যা করা হয়েছে এবার তেমন ভঙ্গিমায় তার প্রতি সম্মান জানাল তারা।
পুলিশ ফ্লয়েডের গলায় যেভাবে হাঁটু চেপে ধরে দম বন্ধ করে হত্যা করেছিল সোমবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সেভাবে হাঁটু গেড়ে বসে নীরবতা প্রকাশ করে তার প্রতি সম্মান জানায় ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।
তাতে উপস্থিত নিলের হাউস অব রিপ্রেজেনটেটিভের স্পিনার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা চাক শুমারসহ অনেকে।
গত ২৫ মে মিনেপোলিসে ফ্লয়েডকে হত্যা করার সময় শ্বেতাঙ্গ পুলিশ এক পুলিশ অফিসার তার গলায় আট মিনিট ৪৬ সেকেন্ড দম চেপে ধরে। ডেমোক্র্যাট আইনপ্রণেতারাও এই সময় ধরে হাঁটু গেড়ে বসে নীরবতা পালন করে।
এদিন পুলিশবাহিনী পুনর্গঠনে পার্লামেন্টে একটি বিল তোলে ডেমোক্র্যাটরা। তাদের দাবি “এই বিলের তাৎপর্য রয়েছে। এটা পুলিশবাহিনীর গঠনগত পরিবর্তন আনবে যা, প্রত্যেক আমেরিকানের নিরাপত্তা ও সমান বিচার নিশ্চিত করব।”
এ ব্যাপারে একটি বিবৃতিতে বলা হয়, “পুলিশের এই নিষ্ঠুরতা বন্ধে, পুলিশকে জবাবদিহির আওতায় আনা এবং এই বাহিনীতে স্বচ্ছতা নিশ্চিতের জন্য প্রস্তাবিত আইনের উদ্দেশ্য।” সূত্র : দেশ রূপান্তর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।