আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে বর্ণবাদবিরোধী আন্দোলন। এর জের ধরেই কানাডায় বিক্ষোভ সমাবেশে হাজার হাজার মানুষের সঙ্গে যোগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। শুক্রবার নো জাস্টিস নো পিস র্যালিতে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন ট্রুডো।
কানাডার সংসদ ভবনের সামনে র্যালিতে বসে আন্দোলনের সঙ্গে একাত্বতা জানান ট্রুডো।সেসময় সমবেত জনগণ তাকে ট্রাম্পের মুখোমুখি হয়ে প্রতিবাদ করার আহ্বান জানান। পুলিশি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অন্য বিক্ষোভকারীদের সঙ্গে তিনবার হাঁটু গেড়ে বসেন ট্রুডো। অই সময় তাদের দেহরক্ষীরা সাথে ছিল। তবে বিক্ষোভকারীদে উদ্দেশ্যে কোন মন্তব্য করেননি ট্রুডো। এরপর আন্দোলনে অংশ নেওয়ায় তাকে ধন্যবাদ জানান কয়েকজন বিক্ষোভকারী। এদিন টরন্টোসহ কানাডার আরো কয়েকটি শহরে বর্ণবাদবিরোধী আন্দোলন হয়।
গেল ২৫ মে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে নির্মমভাবে হত্যার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিশ্বজুড়ে শুরু হয় বর্ণবাদবিরোধী আন্দোলন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



