জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্ঠিত দ্বীপ ইউনিয়ন নারায়ণপুরে একটি দেশীয় পাতিহাঁস পরপর ২ দিন কালো ডিম দেওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই ভিড় জমেছে হাঁসের মালিকের বাড়িতে। এমন ঘটনায় অবাক এলাকাবাসী।
জানা গেছে, নারায়ণপুর ইউনিয়নের সীমান্তবর্তী প্রামাণিকপাড়ার বাহার আলীর পুত্র ইব্রাহীমের পোষা ৫টি হাঁসের মধ্যে একটি হাঁস পরপর ২ দিন দুটো কালো ডিম দিয়েছে।
ইব্রাহীম জানান, ছয় মাস পূর্বে শ্বশুরবাড়ি থেকে ৫টি হাঁস উপহার পান তিনি। এর মধ্যে একটি হাঁস গত ২৯ ও ৩০ অক্টোবর পরপর ২ দিনে একটি করে দুটো ডিম কালো দেয়। সাদা ডিমের পরিবর্তে কালো ডিম দেওয়ায় অবাক হয়ে যান ইব্রাহীম। এ খবর চারপাশে ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন কালো ডিম দেখতে।
ইব্রাহীমের স্ত্রী অনার্স পড়ুয়া রেহেনা বেগম জানান, আমি হাঁসগুলোর দেখভাল করছি। পরপর দুটো কালো ডিম দেওয়ায় অবাক হয়েছি। এলাকার বয়স্ক মানুষেরাও বলছেন এমন ঘটনার খবর আগে কখনো শুনেননি তারা।
নাগেশ্বরী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আশিকুজ্জামান বলেন, নারায়ণপুরে পাতিহাঁসের কালো ডিম পাড়ার সংবাদটি পেয়েছি। এটি একটি বিরল ঘটনা। এটা অস্বাভাবিক ব্যাপার।
কারণ হিসেবে তিনি জানালেন, হাঁসের জরায়ুতে কোনো ইনফেকশন থাকার কারণে এমন হতে পারে। এছাড়া ডিম তৈরির যে পরিমাণ পিগমেন্ডের দরকার তা যদি অনুপস্থিত থাকে তাহলে এমন ঘটনা ঘটতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।