জুমবাংলা ডেস্ক: হাইওয়ে পুলিশ ও বিজিএমইএ’র মধ্যে পণ্য পরিবহনে নিরাপত্তা বিষয়ক দ্বি-পাক্ষিক সভা আজ (৫ ডিসেম্বর) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বাংলাদেশ হাইওয়ে পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, হাইওয়ে পুলিশের গতিশীল কার্যক্রমের কারনে রপ্তানীমুখী গার্মেন্টস পণ্য বহনকারী যানবাহনগুলো মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারছে।
মহাসড়কে হাইওয়ে পুলিশের এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি হাইওয়ে পুলিশ প্রধানকে অনুরোধ করেন।
হাইওয়ে পুলিশ প্রধান মল্লিক ফখরুল ইসলাম বলেন, রপ্তানীমুখী গার্মেন্টস পণ্য বাংলাদেশের প্রধান রপ্তানী এবং বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনের খাত। দেশের অর্থনীতির সমৃদ্ধির ধারাকে আরও বেগবান ও গতিশীল রাখতে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক টহল প্রদানসহ মহাসড়কে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করছে।
রপ্তানীমুখী পণ্য নিরাপদে পরিবহনের জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে সিসি ক্যামেরা স্থাপনের চলমান প্রকল্প দ্রুত সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজিএমইএ এর সহসভাপতি মোঃ নাছির উদ্দিন ও অন্যান্য প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।