Advertisement
নিজস্ব প্রতিবেদক : বেসিক ব্যাংকের একহাজার ১৭৩ জনের নিয়োগে অনিয়মের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী টাইটাস হিল্লোল রেমা রিট আবেদনটি দায়ের করেন। আবেদনটির ওপর বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।
রিটে বেসিক ব্যাংকের নিয়োগের অনিয়ম নিয়ে কন্ট্রোলার অডিটর জেনারেলের রিপোর্ট চাওয়া হয়েছে। একইসঙ্গে অনিয়মের ঘটনায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের তৎকালীন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুরও তলব চাওয়া হয়েছে।
এছাড়া, রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কন্ট্রোলার অডিটর জেনারেলসহ সাত জনকে বিবাদী করা হয়েছে। এর আগে গত ২৯ নভেম্বর বেসিক ব্যাংকের নিয়োগে অনিয়ম নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়। পরে ওই সংবাদটি সংযুক্ত করে এই রিট দায়ের করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।