হাউজ অব দ্য ড্রাগন টিভি সিরিজটি যখন রিলিজ হয়েছিল তখন থেকেই বিশ্বব্যাপী এটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। সিরিজের গল্পে ছিল টানটান উত্তেজনা। গেম অফ থ্রোন্সের স্টোরির প্রিকুয়েল সিরিজ হিসেবে হাউজ অফ দা ড্রাগন সিরিজটি বেশ সুনাম কুঁড়িয়েছে।
সিরিজের দ্বিতীয় সিজন আসার অপেক্ষায় আছে দর্শকরা। এবার প্রযোজকরা দ্বিতীয় সিজনে দর্শকদের জন্য চমক রেখেছে। বিশ্বব্যাপী দুই জনপ্রিয় তারকা সহ অনেক নতুন মুখ দেখা যাবে সিরিজটিতে। বিখ্যাত টিভি চ্যানেল এইচবিও সিরিজটির নতুন অভিনেতা-অভিনেত্রীর তালিকা প্রকাশ করেছে।
সিরিজের চরিত্রে নতুন কাউকে নিয়ে আসার প্ল্যান করা হয়েছে। তিনি রহস্যময় জাদুকরি চরিত্র হিসেবে এখানে নিজেকে উপস্থাপনা করবেন। মূল বইতে টারগায়িানের জন্য তিনি শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে ভূমিকা পালন করে থাকেন।
প্রথম সিজনে ম্যাথিউ অসাধারণ অভিনয় করার পর পুরস্কার জিতেছিলেন। এবার তার পরিবর্তে অভিনয় করবেন সাইমন। অটো হাই টাওয়ারের ছেলে এবং রানী এলিসেন্টের ভাই হিসেবে নতুন চরিত্র দেখা যাবে দ্বিতীয় সিজনে।
ভ্যালেরিয়ান বহরের একজন কৌশলী ও বুদ্ধিমান নাবিক হিসেবে আবু বকর অভিনয় করবেন। প্রথম সিজনে ১০ টি এপিসোড থাকলেও দ্বিতীয় সিজনে থাকছে ৮টি এপিসোড। প্রথম সিজনের যথেষ্ট জনপ্রিয়তা থাকার জন্যই দ্বিতীয় এবং তৃতীয় সৃজন নির্মাণের ঘোষণা এসেছে।
তবে সবথেকে অবাক করে দেওয়ার মতো বিষয় হচ্ছে হাউজ অফ দা ড্রাগনের দ্বিতীয় সিজনে দেখা যেতে পারে হলিউডের সুপারম্যান হিসেবে পরিচিত হেনরি ক্যাভিলকে। পাশাপাশি মার্ভেলের বিখ্যাত চরিত্র এলিজাবেথ ওলসেনকে দেখা যেতে পারে নতুন সিজনে।
গল্পের অ্যাগন টারগারিয়ান এর চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হেনরি ক্যাভিল অ্যাগন টারগারিয়ান এর চরিত্রেই অভিনয় করতে পারেন। এলিজাবেথ অলরেডি সিরিজের জন্য অডিশন দিয়েছেন। তবে তিনি কোন চরিত্রেরঅভিনয় করবেন তা এখনও স্পষ্ট নয়। ২য় সিজন সম্ভবত ২০২৪ এ রিলিজ হতে যাচ্ছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel