জুমবাংলা ডেস্ক : সিলেটের ওসমানীনগর উপজেলার একটি হাওয়ের বিষ দিয়ে প্রায় আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে মাছ মরে ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিম গাঁও এলাকায় বানাইয়ার হাওরের খাল ও পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র বলছে- উপজেলার সিকন্দরপুর পশ্চিম গাঁও এলাকার দিলশাদুর রহমান ডায়মন্ড এর বাড়ির পার্শ্ববর্তী ৪৫ একর জমির পুকুর ও খাল সিকন্দরপুর গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে বার্ষিক ইজারা নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে ইজারাকৃত পুকুরও খালে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। ফলে পুকুরে ও খালে থাকা ১২-১৩ মণ মাছ মারা গেছে। বিষ প্রয়োগে বোয়াল, ঘাগট, বড়-বাইম, টেংরা শিংসহ দেশীয় বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই থেকে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়।
দিলশাদুর রহমান ডায়মন্ড বলেন, ২০২১ সাল থেকে পুকুর ও খাল ইজারা এনে বছরে বছরে হাওরের মধ্যখানে যাতায়াতের রাস্তা সংস্কার করে আসছি। পুকুর ও খালে বিভিন্ন ধরণের দেশীয় মাছ বিক্রি করে কোন রখম সংসার চালাচ্ছি। গত বছর ও একই সময় বিষ প্রয়োগ করে সকল মাছ নিধন করা হয়।
পশ্চিমগাঁও গ্রামের মুক্তি মিয়া বলেন, বিষ দিয়ে মাছ নিধন করা দুঃখজনক। এই কাজটি যারা করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হউক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।