আন্তর্জাতিক ডেস্ক : হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের নতুন একটি নৃতাত্ত্বিক যাদুঘরে পবিত্র কোরআনের দুটি কপি এবং একটি বাইবেল দান করেছে ফিলিস্তিন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ডব্লিউএএফএ এই খবর প্রকাশ করেছে।
জেরুজালেমের আল-আকসা মসজিদের নামে দান করা হয়েছে কোরআন শরীফের এই কপিগুলি। আর বাইবেলটি বেথলেহেমের চার্চ অফ নেটিভিটি থেকে একটি উপহার হিসেবে দেয়া হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে হাঙ্গেরিতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফাদি আল হুসেইনি একটি অনুষ্ঠানে জাদুঘরের মহাপরিচালক ডক্টর লাজোস কেমেকসির কাছে এগুলো হস্তান্তর করেন। তিনি জানান, ফিলিস্তিন এবং হাঙ্গেরির মধ্যে ঐতিহাসিকভাবে যে গভীর সম্পর্ক রয়েছে তারই ধারাবাহিকতায় মূল্যবান এই উপহারগুলি দেয়া হচ্ছে।
যাদুঘরের জেনারেল ম্যানেজার বলেছেন, এই নৃতাত্ত্বিক যাদুঘর আন্তর্জাতিক সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে থাকে। বৈজ্ঞানিক সহযোগিতা, প্রদর্শনী এবং সম্মেলনের পাশাপাশি কূটনৈতিক সম্পর্কও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুদাপেস্টে অবস্থিত নতুন এই নৃতাত্ত্বিক জাদুঘরে সারা বিশ্ব থেকে সংগ্রহ করা ২ লাখ ৫০ হাজারের বেশি সামগ্রী রাখা হয়েছে। ৭ হাজার বর্গমিটারের বেশি এলাকাজুড়ে নির্মিত এই যাদুঘরে নয়নাভিরাম একটি ঝুলন্ত বাগানও রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।