জুমবাংলা ডেস্ক : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ের হাজতের রড বাঁকা করে পালিয়ে যায় শুভ (২৮) নামে এক আসামি। হেরোইনসহ আটক ওই আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গত সোমবার সন্ধ্যায় শুভ পালিয়ে যায়। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে এ ঘটনার পরের দিন মঙ্গলবার ডিবির এসি, পাঁচজন এসআই ও ছয়জন এএসআইসহ ৩৮ জনকে একযোগে বদলি করা হয়।
তবে ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ডিউটি অফিসার (এএসআই) ও সেন্ট্রি ডিউটিতে থাকা পুলিশ কনস্টেবলসহ দুইজনকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়।
হাজত থেকে পালিয়ে যাওয়া আসামি শুভ মহানগরীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটি খড়বোনা এলাকার সেলিমের ছেলে।
এ ব্যাপারে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম কুদ্দুস বলেন, ডিবির হাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে এখনও আটক করা যায়নি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কেউ দায়ী কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।