বিনোদন ডেস্ক : গতকাল ইফতেখার শুভর ‘মুখোশ’ মুক্তি পেয়েছে দেশের ৩৮ প্রেক্ষাগৃহে। প্রথম দিনেই মোশাররফ করিম, পরীমনি, জিয়াউল রোশান অভিনীত ছবিটি দেখতে বিভিন্ন হলে দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। আগেই ছবির পাত্র-পাত্রী রোশান ও পরীমনি বলেছিলেন, শুক্রবার ছবি মুক্তির দিন তাঁরা ঢাকা ও আশপাশের কয়েকটি হলে যাবেন, দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখবেন। কিন্তু হলে গিয়ে এভাবে মানবস্রোতের মুখে পড়বেন ভাবতেও পারেননি তাঁরা।
সন্ধ্যা ৬টার শোতে পরী-রোশান-ইফেতখার শুভরা গিয়েছিলেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী সিনেমা হল চিত্রামহলে। ৩টার শো শেষে দর্শক হল থেকে বের হচ্ছে, অপরদিকে নতুন শো শুরু হবে শিগগির।
দুই শোয়ের দর্শকের দৃষ্টি চলে গেল ছবির নায়িকা পরীমনি, রোশানসহ অন্যদের দিকে। সবাই হই হই করে ছুটে এলো নায়ক-নায়িকা দেখতে। মুহূর্তেই মানবস্রোতে ভেসে যাওয়ার উপক্রম হলো। পরী-রোশানরা দর্শকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, পারছিলেন না। কিন্তু মানবস্রোত ডিঙিয়ে বের হতেও পারছিলেন না। একপর্যায়ে চিৎকার করে ওঠেন পরীমনি।
সন্তানসম্ভাবনা অভিনেত্রীকে রক্ষায় এগিয়ে এলেন ‘মুখোশ’ টিমের সদস্যরা। মুহূর্তে মানবপ্রাচীর তৈরি করেন তারা। কোনো রকমে পায়ের জুতা জোড়া খুলে হাতে তুলে নিলেন পরী! দিলেন ভোঁ-দৌড়। এক দৌড়ে গিয়ে ওঠেন একটু দূরে পার্ক করা নীল রঙের গাড়িতে। দর্শক-ভক্তরা এবার ছুটে গেল গাড়ির দিকে। পরীমনি-রোশানসহ অন্যদের অনেকক্ষণ আটকে রাখল ভক্তরা।
এই সময়ের একটি ভিডিও ‘মুখোশ’ ছবির ফেসবুক পেইজে পোস্ট করা হয়েছে, শিরোনাম ‘অল্পের জন্য রক্ষা’। ভিডিওটি শেয়ার করে পরীর অনেক শুভাকাঙ্ক্ষীই আঁতকে উঠেছেন। সন্তানসম্ভাবনা পরীর এভাবে মানবসমুদ্রে সামনে যাওয়া উচিত হয়নি, এমনটাই মত অনেকের।
তবে পরীমনি গতকালের ঘটনা নিয়ে খুব একটা চিন্তিত নন। বলেন, ‘এটাই তো মজা! নায়ক-নায়িকা হলে যাবে, দর্শক তাদের আটকে না রাখলে তারা কিসের নায়ক-নায়িকা! আমার তো খুব ভালো লেগেছে। সিনেমায় এমনটিই তো হওয়া উচিত। চিত্রামহল হলের আগে আমরা গিয়েছিলাম মধুমিতা হলে, সেখানেও দেখেছি অনেক দর্শক এসেছেন ছবিটি দেখতে। দর্শক আমাদের ছবিটি দেখতে আসছেন, তাদের প্রতি আমরা সত্যিই কৃতজ্ঞ। ’
‘মুখোশ’ ছবিতে মোশাররফ করিম, পরীমনি, রোশান ছাড়াও আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, এ্যালিনা শাম্মী, প্রাণ রায়, ফারুক হোসেন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।