রুশ বিজ্ঞানীরা সাইবেরিয়ার ইয়াকুটিয়া অঞ্চলে একটি অক্ষত ম্যামথ শাবকের দেহাবশেষ উদ্ধার করেছেন। গ্রীষ্মকালে পারমাফ্রস্ট গলার ফলে এই ৫০ হাজার বছরের পুরনো শাবকটি আবিষ্কৃত হয়েছে। সম্পূর্ণ হিমায়িত (০°সে.) বা তার কম তাপমাত্রায় অন্তত দুই বছর কোনো বরফ জমা থাকলে সেই স্থানকে বলে পারমাফ্রস্ট।
বিজ্ঞানীরা আশা করছেন, এই আবিষ্কারের মাধ্যমে তাঁরা ম্যামথ, ওই অঞ্চলের বাস্তুতন্ত্র ও জলবায়ু সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। জীববিজ্ঞানীরা এই ম্যামথ শাবককে বিশ্বের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত ম্যামথের দেহ হিসাবে বিবেচনা করছেন। তাঁরা ওই স্থানের নদীর নামানুসারে ম্যামথ শাবকটি নাম রেখেছেন ‘ইয়ানা’।
এর ওজন প্রায় ১০০ কেজি। উচ্চতা ১২০ সেন্টিমিটার ও প্রস্থ ২০০ সেন্টিমিটার। বিজ্ঞানীদের অনুমান, মৃত্যুর সময় শাবকটির বয়স ছিল প্রায় এক বছর। এর আগে বিশ্বে মাত্র ছয়টি এ ধরনের ম্যামথের দেহাবশেষ আবিষ্কৃত হয়েছিল। এর মধ্যে পাঁচটি রাশিয়ায় এবং একটি কানাডায়। বর্তমানে ইয়ানাকে রাখা হয়েছে লাজারেভ ম্যামথ মিউজিয়াম ল্যাবরেটরিতে। বিজ্ঞানীরা এখনও ম্যামথটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।