Majesty শব্দটির সাথে ব্রিটেনের একটি বিশাল গাছের সম্পর্ক আছে। এই বৃক্ষ যারা স্বচক্ষে দেখেছেন তারা ‘Magnificent/Stunning’ শব্দ উচ্চারণ করতে ভুলেননি। সম্ভবত এটি পুরো ব্রিটেনের সবথেকে আকর্ষণীয় গাছ।
এ গাছের দৃশ্য অনেকের মনে বিস্ময় জাগিয়েছে। যুক্তরাজ্যের ওক প্রজাতির মধ্যে এটিই সবথেকে বৃহত্তম। গাছটির কিছু অংশ ক্ষতিগ্রস্থ হলেও ওক প্রজাতির মধ্যে এটি এখনও সবথেকে স্বাস্থ্যবান।
বিশ শতকের গোড়ার দিকে গাছটির দক্ষিণ অংশের ৩-৪ মিটার কেটে ফেলা হয়েছিল। গাছটি ফাঁপা ও মাঝে বিশাল গর্ত আছে। ২০০৯ সালের আগস্টে গাছটির উত্তর দিকের এক শাখা কেটে ফেলা হয়।
গাছটি আসলে কত পুরোনো তা নিয়ে বিভিন্ন ধরণের বিরোধপূর্ণ তত্ত্ব রয়েছে। অনেকেই এই বিশাল গাছটির বয়স অন্তত এক হাজার বছর বলে ধরে নেন। তবে উদ্ভিদ বিশারদ আলান মিশেল ১৯৯০ সালের দিকে বলেছিলেন যে, এ বৃক্ষটি ৪৫০ বছরের বেশি পুরনো হওয়ার কথা নয়।
তিনি প্রাচীন ৫০টি ওকের উপর গবেষণা করে বয়স পর্যালোচনার চেষ্টা করেন। তরুন বয়সে থাকার সময় গাছটি লম্বায় দ্রুত বৃদ্ধি পেয়েছিল। পর্যবেক্ষণ করা সব গাছ ইউরোপের ছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।