আন্তর্জাতিক ডেস্ক: আমরা বাস, ট্রেনের মতো গণপরিবহনে হকারদের বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করতে দেখি। তারা তীক্ষ্ণ বিপণন দক্ষতার মাধ্যমে জিনিসগুলো বিক্রি করে ফেলেন। কিন্তু বিমানের মধ্যে হাজার হাজার ফুট উচ্চতায় কোনো হকারকে জিনিসপত্র বিক্রি করতে দেখা যায় না।
Advertisement
সম্প্রতি বিমানে এক হকারের বিভিন্ন জিনিসপত্র বিক্রির ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে দারুণ মজা পেয়েছেন নেটিজেনরা। ভিডিওটি দেখে মজাদার প্রতিক্রিয়াও জানিয়েছেন তারা।
ভিডিওতে দেখা গেছে, বিমানে মাঝ আকাশে যাত্রীদের কাছে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করছেন এক যুবক। তাকে আপেল ও পাসপোর্টের কভার বিক্রি অনুকরণ করতে দেখা যায়। রীতিমতো হকারদের মতোই ভঙ্গিতে তিনি সেগুলো বিক্রির অভিনয় করতে থাকেন।

প্রথমে বিমানের ভেতরে হকারকে দেখে সবাই অবাক হন। কিন্তু ওই যুবক হকার ছিলেন না। তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে হকার সেজে বিমানের মধ্যেই একটু মজা করছিলেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
প্রেমে পড়েছেন ৬৫-র বৃদ্ধা, ঠাকুমার প্রণয়ে পাশে দাঁড়ালেন নাতি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।