অজয় দেবগণ সম্বন্ধে হাটে হাঁড়ি ভাঙলেন স্ত্রী কাজল

অজয়-কাজল

বিনোদন ডেস্ক : অজয় দেবগণ সম্বন্ধে এবার হাটে হাঁড়ি ভাঙলেন অভিনেত্রী স্ত্রী কাজল। অজয় যে সিনেমায় অভিনয় ছাড়াও আরও একটি বিষয়ে তুখোড় তা কারও জানা ছিলনা। কাজল সে কথাই এবার প্রকাশ করে দিলেন।
অজয়-কাজল
এটাও জানালেন যে অজয় সে কাজ দরজা বন্ধ করে করেন। একটি টিভি অনুষ্ঠানে এসে এতদিনের দাম্পত্য জীবন কাটানোর পর এবার স্বামীর এই দক্ষতার কথা সামনে আনলেন কাজল।

কাজল জানান, সিনেমায় অভিনয় ছাড়াও অজয় দেবগণ দারুণ রাঁধতে পারেন। নানা রকম রান্না জানেন তিনি। যদিও সেসব রান্না কীভাবে তিনি করে ফেলেন তা কাউকে জানতে দেন না। তাই সে সময় রান্নাঘরের দরজা বন্ধ রাখেন অজয়।

রান্না যতক্ষণ চলে ততক্ষণ রান্নাঘরে কারও প্রবেশ নিষেধ। দরজা থাকে বন্ধ। রান্না হয়ে গেলে তারপর তা খেয়ে দেখলে কিন্তু খুবই ভাল লাগে। তবে সেই রান্নার কি নাম বা তা তৈরি করতে কি কি উপাদান কাজে লাগান অজয় তা কাউকে তিনি বলেন না।

রান্নাটা অজয়ের একটি অন্যতম গুণ বলেও জানান কাজল। তাঁর মতে, অজয় অনেক রান্নাই করে খাওয়ান। সেগুলি দারুণ খেতেও। তবে অজয়ের হাতের একটি বিশেষ ধরনের খিচুড়ি কাজলের সবচেয়ে পছন্দের।

অজয় মাঝেমধ্যে সেই খিচুড়ি করে কাজলকে খাওয়ানও। অভিনয়ের পাশাপাশি বলিউডের এক রাশ সুপারহিট সিনেমার নায়ক যে রান্নায় পারদর্শী তা কারও জানা ছিলনা। কাজলের হাত ধরে অজয়ের এই গুণের কথা এবার সকলের জানা হল।

খোলা আকাশের নীচে দুর্দান্ত কায়দায় ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবতী