নোয়াখালীর হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানে প্রবেশ করে মারধর ও তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা আহ্বায়ক ও যুবদল নেতা রিপন চন্দ্র দাস। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
গত শনিবার রাতে ভুক্তভোগী শিপন চন্দ্র দাস হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে রিপন হঠাৎ শিপনের দোকানে ঢুকে তাকে মারধর করেন। এসময় দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে তাকেও হামলার চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা রিপনকে দোকান থেকে বের করে দেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, রিপন দোকানে ঢুকে চেয়ারে বসা শিপনকে লাঞ্ছিত করছেন এবং ছোটনকে বিদ্যুতের মিটার কেটে দেওয়া ও দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন।
শিপন চন্দ্র দাস বলেন, “আমাদের এলাকায় ব্রজবাসী চৌকিদার বাড়িতে দুর্গাপূজা হয়। পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় রিপন আমার ওপর হামলা করেছে। বিচার চাইলে আবারও হুমকি দেয়।”
ছোটন চন্দ্র দাস জানান, রিপন নিয়মিত দলের নাম ভাঙিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে।
রিপন পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলার আহ্বায়ক ছাড়াও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।