জুমবাংলা ডেস্ক : হাতির উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য দেওয়া বিদ্যুৎ সংযোগ ফাঁদে জড়িয়ে দেলোয়ারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি অভ্যারখীল গ্রামের একটি সবজি ক্ষেতে এই ঘটনা ঘটেছে। নিহত দেলোয়ারা বেগম স্থানীয় কৃষক সালেহ আহমেদের স্ত্রী।
বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, ‘ওই এলাকায় প্রায় পাহাড় থেকে হাতি এসে ক্ষেত নষ্ট করে। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় কৃষকরা তাদের ক্ষেতে সংযোগসহ বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পাতেন।
দেলোয়ারা সবজি ক্ষেতে কাজ করতে যাবার সময় একটি ক্ষেতে বিদ্যুতের তারের সঙ্গে তার পা জড়িয়ে যায়। দেলোয়ারা বিদ্যুৎস্পৃষ্ট হবার বিষয়টি স্থানীয় কৃষকেরা দেখে দ্রুত সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।’
জুমবাংলা/এসআর/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।