Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home হাতি কিংবা গণ্ডারের চেয়েও শক্তিশালী, গিনেসেও উঠেছিল নাম, কী নাম এর?
    অন্যরকম খবর

    হাতি কিংবা গণ্ডারের চেয়েও শক্তিশালী, গিনেসেও উঠেছিল নাম, কী নাম এর?

    October 30, 20233 Mins Read

    জুমবাংলা ডেস্ক : পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কাদের বলবেন? নিশ্চয়ই হাতি-কিংবা গণ্ডারের কথা বলবেন। কেউ কেউ হয়তো বলবেন, ডাইনোসর, তিমি কিংবা হাঙরের কথা। সার্বিক শক্তিতে হয়তো এদেরকে শক্তিশালী বলতেই পারেন। কিন্তু শক্তির হিসাবের জন্য তো আরো অনেক মাপ আছে।

    আকারে বড় হলে সবচেয়ে বড় হওয়া যায়, হয়তো মোট শক্তির বিচারে তাকে শক্তিশালীও বলা যায়। কিন্তু ভার বহন ক্ষমতা দিয়ে বিচার করলে হাতি কিংবা গণ্ডার এক জাতের পোকার কাছে নস্যি।
    ভার বহনের ক্ষেত্রে ঘোড়াকে আদর্শ মানা হয়। তবে ঘোড়ার চেয়ে বেশি ভার বহন করতে পারে রয়েল বেঙ্গল টাইগার।

    একটি ঘোড়া যেখানে নিজের ওজনের ২০-২৫ শতাংশ ভার বহন করতে পারে, সেখানে একটা রয়েল বেঙ্গল টাইগার নিজের চেয়ে প্রায় তিন গুণ ওজনের প্রাণীকে বয়ে নিতে পারে। অবশ্যই সেটা কামড়ে ধেরে, পিঠে বহন করে নয়।
    অনেকেই হয়তো বুঝে ফেলেছেন, আমি কী বলতে চাচ্ছি। ভার বহনই যদি শক্তিমত্তার মানদণ্ড হয়, তাহলে আমাদের কীটপতঙ্গের জগতে হাত বাড়াতে হবে।

    এখন নিশ্চয়ই অনেকে পিঁপড়ের কথা বলবেন। গুগলে সার্চ করলে দেখা যাবে, কোনো কোনো পিঁপড়ে তার নিজের ওজনের পাঁচ হাজার গুণ ভারী জিনিস বহন করতে পারে।
    তবে এ নিয়ে বিতর্ক আছে। তাই পিঁপড়েদের এক পাশে সরিয়ে রেখেই আমরা আরেকটা প্রাণীকে প্রচণ্ড শক্তিশালী বলতে পারি। সেটা হচ্ছে বিটল বা গোবরে পোকা।

    বেশির ভাগ বিটলই অবিশ্বাস্য রকম ভারবাহী। তবে সবাইকে ছাড়িয়ে গেছে এ রাইনেসরাস বিটল বা গণ্ডার গুবরে।
    ভার বহনের কথা বলার আগে এদেরকে কেন গণ্ডারের সঙ্গে তুলনা করা হচ্ছে, সে কথা বলে নিই। এই গণ্ডারের সামনের দিকে একটা অ্যান্টেনা বা শুঁড় আছে, যেটা দেখতে গণ্ডারের নাকের ওপর থাকা শিংয়ের মতোই। চেহারাখানাও গণ্ডারের মতো দশাসই। সব মিলিয়ে গণ্ডারের সঙ্গে অনেকটাই মিল আছে এই গুবরে পোকার। তবে ভার বহনের ক্ষেত্রে গণ্ডারের চেয়ে এই পোকা অনেক অনেক বেশি শক্তিশালী।

    গণ্ডার কতটা ভার বহন করতে পারে, তার সঠিক তথ্য নেই। কারণ বাঘের মতো প্রাণীদের শিকার করে বহনের ব্যাপারটা থাকে। গণ্ডার তৃণভোজী প্রাণী, তাদের ভার বহনের দরকার হয় না। আবার হাতির মতো গণ্ডারকে পোষা হয় না বলে আদৌ কতটুকু ভার সে বইতে পারে তার পরীক্ষা হয়নি।

    কিন্তু গুবরে পোকাদের ভার বহন করতে হয়। বড় বড় ময়লার বল তৈরি করে অনায়াসে সেটা ঠেলে বা টেনে নিয়ে যায়। তবে ঠেলা বা টানা দিয়ে ভার বহনের আসল ক্ষমতাটা বোঝা যায়ে না। সেটা বুঝতে হলে অবশ্য পিঠে চাপিয়ে দেখতে হবে কতটুকু সেই বইতে পারে। Xylorctes thestalus নামের এক প্রজাতির রানোসরেস বিটলকে দিয়ে এ কাজটিই করিয়েছিলেন মার্কিন বিজ্ঞানী রজার ক্র্যাম। কারণ তাঁর সন্দেহ হয়েছিল। এই পরীক্ষার অনেক আগেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিল এই গুবরে পোকা। সেখানে অবশ্য বলা হয়েছিল, এই পোকারা নিজের ওজনের সাড়ে আট শ গুণ ভারী জিনিস বহন করতে পারে। ক্রেমার সেই দাবির সত্যত্যা যাচাই করতে চেয়েছিলেন। তাই করেছিলেন পরীক্ষা।

    তিনি প্রথমেই এই বিটলের পিঠে আঠা দিয়ে লাগান এক টুকরো ভেলক্রো টেপ। ভেলক্রোর ওপর আটকে দিলেন ছোট ছোট সিসার বাটখারা।

    তিনি দেখলেন এই বিটলগুলো প্রায় ২০০ গ্রাম ভার বইতে পারে নিজের পিঠে।

    বলবেন হয়তো, ২০০গ্রাম এমন আর কী?

    তাহলে বলি, এই বিটল দেখতে যত ভয়ংকরই হোক ওজনে মাত্র দুই গ্রাম। এতটুকু এত হালকা একটা প্রাণী কিভাবে নিজের ওজনের প্রায় ১০০ গুণ ভার বইতে পারছে, এটা বিস্ময়কর। অলিম্পিকে যাঁরা ভারোত্তোলন করেন তাঁরা নিজের ওজনের কয়েক গুণ ওজন উঁচু করতে পারেন। কিন্তু এর জন্যও কত প্রস্তুতি আর কত হ্যাপা। তাঁকে যদি বলা হয় একটা আস্ত হাতিকে পিঠের ওপর বয়ে নিতে হবে, তাহলে পারবেন?

    অসম্ভব। অথচ এই অসম্ভব কাজটা অবলীলায় করতে পারে বিটলরা। রাইনোসরেস বিটলের মতো সব বিটলই হয়তো নিজের ওজনের ১০০ গুণ ভার বহন করতে পারে না, তবে নিজের ওজনের ২০/৩০/৫০ গুণ ভার যেকোনো গুবরে পোকাই বইতে পারে।

    অলিম্পিকে গিয়ে যদি এই বিটল মেডেল দাবি করে, তাহলে মনে হয় নিজেদের মান বাঁচাতেই সেটা দিয়ে দেওয়া উচিত।

    সূত্র:

    ১. ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশন

    ২. ছলনার আট পা ও অন্যান্য/যুধাজিৎ দাশগুপ্ত

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অন্যরকম উঠেছিল এর কিংবা কী? খবর গণ্ডারের গিনেসেও চেয়েও নাম শক্তিশালী হাতি
    Related Posts
    হাঁস

    ছবিটি জুম করে দেখুন লুকিয়ে আছে একটি বাঘ, খুঁজে বের করুন

    May 8, 2025
    বাথরুম

    ছবিটি জুম করে দেখুন বাথরুমের মধ্যে একটি ভুল রয়েছে, জিনিয়াসরাই খুঁজে পাবেন

    May 8, 2025
    বুদ্ধিমান

    ছবিটি জুম করে দেখুন এটি বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান

    May 7, 2025
    সর্বশেষ সংবাদ
    যুক্তরাষ্ট্র
    পাক-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র
    জুমার নামাজের ফজিলত
    জুমার নামাজের ফজিলত সীমাহীন, না পড়লে যে শাস্তি
    জনগণের ঐক্যের আহ্বান
    আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ: জনগণের ঐক্যের আহ্বান
    এরদোগান
    উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে যে বার্তা দিলেন এরদোগান
    তারেক রহমান
    তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপি নেতাকর্মীদের সাক্ষাৎ
    কুয়াকাটায় যুবদল নেতা বহিষ্কার
    কক্সবাজার হোটেলে পর্যটকের টাকা ছিনতাই: যুবদল নেতাকে বহিষ্কার
    এনসিপি আন্দোলন
    শীর্ষ রাজনৈতিক সঙ্কটে এনসিপির চূড়ান্ত আহ্বান: ঢাকায় সমবেত হোন সবাই
    আওয়ামী লীগ নিষিদ্ধ
    রাবিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
    আবহাওয়ার পূর্বাভাস
    আবহাওয়ার পূর্বাভাস: দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, বৃষ্টির অপেক্ষা
    চীন সরকারের উপহারের হাসপাতাল পঞ্চগড়ে চান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.