ভারতের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস নতুন ইলেকট্রিক স্কুটার আনছে। টিভিএস ক্রিওন নামের এই বৈদ্যুতিক স্কুটারে স্মার্ট ফিচার রয়েছে। আপনার হাতের ঘড়ি দিয়েই স্কুটারটি নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ স্মার্টওয়াচ দিয়েই স্কুটারটি লক, আনলক করতে পারবেন।
ভারতে কেবল একটিই ইলেকট্রিক স্কুটার বিক্রি করে টিভিএস, যার নাম আইকিউব। এই লাইন আপ বাড়াতে এবার নতুন ইলেকট্রিক স্কুটার আনার প্রস্তুতি শুরু করল টিভিএস। বাজারে জল্পনা বাজারে আসতে চলেছে টিভিএস ক্রিওন। এই স্কুটার ২৩ অগাস্ট লঞ্চ হবে।
একদম নতুন কনসেপ্টের উপর ভিত্তি করে আসতে চলেছে এই স্কুটার। দুবাইয়ে এই স্কুটার প্রথম প্রকাশ করবে টিভিএস। সম্প্রতি দুই চাকাটির একটি টিজার ভিডিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সেখানে এই ইলেকট্রিক স্কুটারের ইনস্ট্রুমেন্ট কনসোল এবং এলইডি হেডল্যাম্পের এক ঝলক দেখা গিয়েছে।
এর আগে স্কুটারের টার্ন সিগন্যাল এবং সাইড প্রোফাইলের কিছুটা দেখা গিয়েছিল। নেট মহলের অনেকের দাবি, এই স্কুটারে টিভিএস আইকিউব-এর থেকে বেশি সুবিধা থাকতে পারে এবং এটি হতে পারে সংস্থার ফ্ল্যাগশিপ স্কুটার।
অটো রিপোর্ট অনুযায়ী, এই স্কুটারে তিন ধরনের লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক থাকতে পারে। স্কুটার ০ থেকে ৯৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে সময় নেবে ৫.১ সেকেন্ড। ফুল চার্জে ৮০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে টিভিএস ক্রিওন। ফাস্ট চার্জিং থাকলে ব্যাটারি ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে ১ ঘণ্টারও কম সময় নেবে।
রেঞ্জের দিক দিয়ে এই স্কুটার ভারতের বর্তমান মডেলগুলির তুলনায় বেশ কম। তাই আশা করা হচ্ছে, এটির টপ স্পেক ভেরিয়েন্টে ১৫০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। টিজারে আরও একটি ফিচার্স নিশ্চিত করা হয়েছে। এই স্কুটার স্মার্টওয়াচ দিয়েই আনলক করতে পারবেন রাইডাররা।
এই ইলেকট্রিক স্কুটারে থাকতে পারে ডিজিটাল ডিসপ্লে, ব্লুটুথ, স্মার্টফোন ও স্মার্টওয়াচ কানেক্টিভিটি এবং এলইডি লাইটিং। ২০১৮ সালে প্রথম এই ক্রিওন সামনে আনে টিভিএস।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel