হাতে নেই কাজ! টাকার প্রয়োজনে নিজের যে সম্পদ বিক্রি করলেন সোনম কাপুর

সোনম

হাতে নেই কাজ! টাকার প্রয়োজনে নিজের যে সম্পদ বিক্রি করলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক: কয়েক মাস আগেই মা হয়েছেন সোনম কাপুর। ছেলে বায়ুকে নিয়ে দিব্যি আছেন তিনি। তবে বলিউড থেকে রীতিমতো হাওয়া হয়ে গিয়েছেন অনিলকন্যা। হাতে কোনো ছবিও নেই।

এই অবস্থায় হাতে টাকাও চাই। তাই উপায় না পেয়েই নিজের সম্পদ বিক্রি করলেন সোনম। মুম্বাইয়ে নিজের নামে একটি ফ্ল্যাট ছিল সোনমের। খবর অনুযায়ী, এই ফ্ল্যাট বিক্রি করে সোনম পেয়েছেন ৩২.৫ কোটি টাকা!

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বাইয়ের সিগনেচার আইল্যান্ড নামের এক বহুতলের তিন তলায় ছিল সোনমের এই ফ্ল্যাট। ২০১৫ সালে ৫৩৩৫ স্কোয়্যার ফুটের এই ফ্ল্যাটটি কিনে ছিলেন ১৫ কোটি টাকায়। প্রায় ডবল দামে ফ্ল্যাটটি বিক্রি করেন সোনম।
সোনম
প্রসঙ্গত, ২০ আগস্ট সোনম জন্ম দিয়েছেন ফুটফুটে পুত্র সন্তানের। ছেলে হওয়ার সুখবর সোনম শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এই পোস্টে সোনম লিখেছেন, ২০ আগস্ট আমাদের জীবনের সঙ্গে যুক্ত হল নতুন সদস্য। জন্ম নিল আমার পুত্র সন্তান। ডাক্তার, নার্স, পরিবারের লোকজন এই সময়ে যারা আমার পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ। জানি এবার আমাদের জীবনটা অনেক বদলে যাবে।

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। মুম্বাইয়ে বসেছিল সোনমের বিয়ের আসর। তারপর থেকে বেশিরভাগ সময় লন্ডনেই স্বামী আনন্দের সঙ্গে থাকতেন সোনম।

শাকিব খানের এক ছবিতে ১০০ বন্ধ হল খোলে, মুক্তির আগেই কোটি টাকা ওঠে: কাজী হায়াৎ