জুমবাংলা ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৭ তারিখ) বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল আল মামুন।
ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য মঙ্গলবার চূড়ান্ত দল ঘোষণা করে বিসিবি। ওই দলে দেশ সেরা ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জায়গা হয়নি। তার জায়গায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী তানজিদ হাসান তামিম বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।
তামিমের বিশ্বকাপ দলে জায়গা না হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে বেশ আলোচনা। এ ঘটনায় বিসিবির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ক্রিকেট ভক্ত। তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ফিটনেসজনিত কারণে বিশ্বকাপ দলে রাখা হয়নি তামিম ইকবালকে। কোমরের ইনজুরি ও ফিটনেসের কথা চিন্তা করে টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে ঝুঁকি নিতে পারেননি বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তিনি বলেন, ‘তামিমের ইনজুরি অনেকদিনের। ইনজুরির সঙ্গে ফাইট করছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরলেও আবার প্রশ্ন এসেছে। ইনজুরি, ফিটনেসের কথা চিন্তা করে ওকে আমরা রাখতে পারি নাই। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছিল। আমরা আলোচনা করে রিস্কে যেতে পারি নাই।’
আগের দিন জানা গিয়েছিল, ‘আনফিট’ কিংবা ‘অর্ধেক ফিট’ কোনো ক্রিকেটারকে বিশ্বকাপ দলে চান না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোচ ও অধিনায়কের আপত্তির কারণে নির্বাচক প্যানেল ১৫ জনের দলে রাখতে পারেনি তামিমকে। অনুরূপ ঘটনা মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ঘটেছিল ২০১১ সালের বিশ্বকাপে। নড়াইল এক্সপ্রেস পুরোপুরি ফিট না হওয়ায় তৎকালীন প্রধান কোচ জেমি সিডন্স ও অধিনায়ক সাকিব আপত্তি করেছিলেন মাশরাফির ব্যাপারে।
এমন সময় সাবেক অধিনায়ক মাশরাফি একটি ভুল ভাঙানোর চেষ্টা করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি লিখেছেন, ‘একটি তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে। আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য। এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নাই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’
এদিকে তামিম ইকবাল আজ ফেসবুক পোস্টে জানিয়েছেন, কয়েক দিনের ঘটনা নিয়ে কথা বলতে ভিডিও বার্তায় আসছেন তিনি। আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে ওই পোস্টে তামিম ইকবাল লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।’
আরও লিখেছেন, ‘গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত সমর্থক সবাই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।