নোয়াখালীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে নামাজ শেষে দোয়ার আয়োজনকে কেন্দ্র করে ইমামের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের এ বাকবিতণ্ডার প্রতিবাদ করায় নুরুন্নবী নামে এক মুসল্লির ওপর হামলার অভিযোগও উঠেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কাদির হানিফ ইউনিয়নের জসিম চেয়ারম্যানের বাড়ির পাশে বায়তুল মাল জামে মসজিদে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাদির মৃত্যুর ঘটনায় সারাদেশের মতো বায়তুল মাল জামে মসজিদেও দোয়ার আয়োজন করা হয়েছিল। জুমার নামাজের পর মোনাজাতে এ মসজিদের ইমাম হাদির জন্য বিশেষ দোয়া করেন। সুন্নতের নামাজের পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ফখরুল ও আনোয়ারের নেতৃত্বে ইমাম সাহেবের ওপর চড়াও হন কয়েকজন।
এসময় নুরুন্নবী প্রতিবাদ করায় তাকে মারধর করেন তারা। পরে অন্যান্য মুসল্লিরা এগিয়ে আসলে তারা স্থান ত্যাগ করেন। আহত নুরন্নবী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



