জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে বিশ্বব্যাপী ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্যারিসের পন্তা এলাকায় ‘শহীদ ওসমান হাদি সমর্থক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
সিনিয়র সাংবাদিক আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি কোনো নির্দিষ্ট দলের নন, বরং তিনি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লড়াকু প্রতীক। তাঁর এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে। প্রয়োজনে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রেমিট্যান্স যোদ্ধাদের ঐক্যবদ্ধ করে পুনরায় সরকারকে চাপে ফেলার জন্য রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেওয়া হবে।
ফোরামের আহ্বায়ক মোহাম্মদ কামারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা হাদীর জীবনী ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। সভার শেষে এমসি ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুনের পরিচালনায় শহীদ হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাংবাদিক, গবেষক ও অ্যাক্টিভিস্টসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন এবং তারা দেশ গড়ার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



