আন্তর্জাতিক ডেস্ক : ইনস্টাগ্রাম হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে করা সমবেদনামূলক পোস্টগুলো তুরস্কে ব্লক করে দিচ্ছিল। এদিকে তুরস্ক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে। দেশটির কমিউনিকেশন অথোরিটি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগেও তুরস্কের এক শীর্ষ কর্মকর্তা হামাস সংশ্লিষ্ট কনটেন্টে সেন্সরশিপের জন্য ইনস্টাগ্রামের সমালোচনা করেছিলেন। খবর আলজাজিরার।
তুরস্কের কমিউনিকেশন অথোরিটি জানিয়েছে, শুক্রবার (২ আগস্ট) একটি সিদ্ধান্তের মাধ্যমে ইনস্টাগ্রাম ডটকমকে ব্লক করা হয়েছে। তবে এই পদক্ষেপের পেছনের কোনও কারণ উল্লেখ করা হয়নি।
বুধবার, তুরস্কের প্রেসিডেন্সির কমিউনিকেশন ডিরেক্টর ফাহরেটিন আলতুন অভিযোগ করেন যে, ইনস্টাগ্রাম হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে করা সমবেদনামূলক পোস্টগুলো ব্লক করে দিচ্ছে। “এটি সাধারণভাবে সেন্সরশিপ।” সেই সাথে তিনি বাকস্বাধীনতা রক্ষার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন।
ফাহরেটিন আলতুন আরও বলেন, “আমরা বারবারই দেখেছি তারা বিশ্বের শোষণ ও অবিচারের পক্ষে কাজ করে।”
তিনি জোর দিয়ে বলেন, “সব ক্ষেত্রেই আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে থাকবো।”
উল্লেখ্য, হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়, এতে তার একজন দেহরক্ষীও নিহত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।