কাবির আব্দুল্লাহ্,হাবিপ্রবি সংবাদদাতা: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) উৎসবমুখর আয়োজনে আন্তর্জাতিক গনিত দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পায়রা উড়িয়ে দিনটির শুভ উদ্বোধন ঘোষণা করেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান। এ সময় সঙ্গে ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: শহিদুল ইসলাম, প্রফেসর ড. মামুনুর রশিদ ।
এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ড. এম ওয়াজেদ ভবনের সামনে এসে শেষ হয়।র্যালি শেষে গণিত বিভাগের সামনে কেক কাটা ও দোয়া মাহফিল আয়োজিত হয়। এছাড়াও গণিত বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের আয়োজনে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এছাড়াও আন্তর্জাতিক গণিত দিবসকে উপলক্ষ্য করে আয়োজন করা হয় সেমিনারের।গণিত বিভাগের চেয়ারম্যান ড.এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড.মো.সাইফুর রহমান,বিজ্ঞান অনুষদের ডীন ড.সৈয়দা জাহানারা আফরোজ,বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো.মামুনুর রশীদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড.ইমরান পারভেজ।
উল্লেখ্য যে,আমেরিকান রীতি অনুযায়ী পাই এর মানের ৩.১৪ কে ১৪ মার্চ বিবেচনা করে ১৯৮৮ সাল থেকে প্রতিবছরই দিনটি পাই দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছিলো।পরবর্তীতে ইউনেস্কো ২০১৯ সাল থেকে পাই দিবসকে “আন্তর্জাতিক গণিত দিবস” হিসেবে স্বীকৃতি প্রদান করে।এরপর থেকে প্রতিবছরের ১৪ই মার্চ “আন্তর্জাতিক গণিত দিবস” হিসেবে উদযাপিত হয়ে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।