জুমবাংলা ডেস্ক : মেয়ের চিকিৎসার খরচ জোগাতে তাকে কোলে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন এক হতভাগ্য বাবা। জন্ম থেকেই তার মেয়ে উম্মে হাবিবার (১০) পাঁ দুটো বাঁকা হওয়ায় সে সোজা হয়ে দাঁড়াতে কিংবা হাঁটতে পারে না। মায়ের কোলে করে স্কুলে যায় প্রতিদিন।
সে সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। অন্যের সাহায্যেও হাঁটা চলা করতে কষ্ট হয়। বাবা-মায়ের কোলে কোলে কাটছে তার জীবন। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কপালভেড়া গ্রামের আনোয়ার মোল্লা মেয়ের চিকিৎসার জন্য নিজের সহায় সম্বল সবটুকুই শেষ করেছেন।
বাবা আনোয়ার জানান, জায়গা জমি বিক্রি করে মেয়ের এক পায়ের অপারেশন করালেও সে পুরোপুরি সুস্থ হয়নি। অন্য পা অপারেশনে আরো এক লাখ টাকা প্রয়োজন। আমি বরগুনায় একটি কারখানায় শ্রমিকের কাজ করি।
সুবিদখালীর বিভিন্ন স্কুল-কলেজ ও বাজার ঘুরে ১৫ হাজার টাকা ম্যানেজ করেছি, আরো টাকার প্রয়োজন। তাই সমাজের হৃদয়বান মানুষের কাছে তিনি আকুল আবেদন জানিয়েছেন আর্থিক সহায়তার জন্য। আর একটি অপারেশন হলেই উম্মে হাবিবা ভালোভাবে হাঁটতে পারবে বলে চিকিৎসক জানিয়েছেন।
অসহায় এই বাবাকে সাহায্য করতে চাইলে মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা উত্তম গোলদারের (মোবাইল নম্বর-০১৭১৩-৯৫৬৮৪২) সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।