স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে অনেক ধরেই গুঞ্জন চলছে লাল-সবুজ জার্সিতে খেলবেন তিনি। ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশের জার্সিতে হামজাকে খেলাতে লম্বা পথ পাড়ি দিতে হবে বাফুফেকে। সেই পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের (এফএ) কাছে অনাপত্তিপত্র চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সপ্তাহ তিনেক অপেক্ষার পর ইংল্যান্ড সেই অনাপত্তিপত্র দিয়েছে। হামজাকে দেওয়া ইংল্যান্ডের অনাপত্তিপত্রের বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের অনাপত্তিপত্র পেলেই সরাসরি বাংলাদেশ দলে খেলতে পারবেন না। এবার ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছ থেকে অনুমতি পাওয়া গেলেই লাল-সবুজ জার্সি গায়ে জড়াতে পারবেন হামজা। আর এই অনুমতি অতি সহজেই পাবেন হামজা। কারণ ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি খেলোয়াড়দের অনুমতি দেওয়ার ক্ষেত্রে প্রথমেই দেখে সেই খেলোয়াড় অন্য দেশের হয়ে কয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যা হামজার অতি সহজেই উতরে যাবেন, কারণ ইংল্যান্ডের হয়ে তিনি কখনো জাতীয় দলে খেলেননি।
হামজার অনাপত্তিপত্র নিয়ে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার গণ মাধ্যমকে বলেছেন, ‘ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আমরা হামজার বিষয়ে ছাড়পত্র পেয়েছি। মানে এনওসি। এখন ফিফার কাছে পাঠিয়েছি। আশা করছি এক মাসের মধ্যে হামজার বিষয়ে সব কিছু পরিষ্কার হবে। কোনো সমস্যা না থাকলে হামজা শিগগিরই বাংলাদেশের হয়ে খেলতে পারবে।‘
তর্কে জড়িয়ে নিষিদ্ধ বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টাইন গোলরক্ষক
হামজা বাংলাদেশি পাসপোর্টের আবেদন করেছিলেন গত জুন মাসে। এরপর ২৩ আগস্ট হামজার পক্ষে পাসপোর্টটি গ্রহণ করেন তাঁর মা রাফিয়া চৌধুরী। এই মৌসুমে লেস্টারের হয়ে প্রিমিয়ার লিগে একটি এবং লিগ কাপে একটি ম্যাচ খেলেছেন হামজা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।