জুমবাংলা ডেস্ক : হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী এবং একই সঙ্গে স্বাস্থ্য ও শিক্ষাসেবার বাতিঘর, আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার জন্মদিন উদযাপিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধুনিক হামদর্দ কারখানা মিলনায়তনে এক আনন্দঘন আয়োজনে উদযাপিত হয় দিনটি।
হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিথিরা।
শনিবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হামদর্দ বাংলাদেশ।
অনুষ্ঠানে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘মুক্তিযুদ্ধের পরে দেশ গড়ার প্রত্যয় নিয়ে নিরন্তরভাবে কাজ করে হামদর্দ আজ এই পর্যায়ে পৌঁছেছে। মাত্র ৫০ হাজার টাকার মূলধন এবং প্রায় ৬ গুণ দায়দেনা থেকে হামদর্দ আজ পরিণত হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষার আলোঘরে। ভবিষ্যতেও মানব সেবার কাজে হামদর্দ আরও এগিয়ে যাবে এবং সফল হবে।’
রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুরের অধ্যক্ষ অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন বলেন, ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার ধ্যান জ্ঞান এবং মননে কেবলই হামদর্দ। সবসময় তিনি মানুষের কল্যাণ কামনা করেন বলেই আজ তার নেতৃত্বে হামদর্দ এতদূর আসতে পেরেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ঢাকা রেলওয়ে জেলার এসপি আনোয়ার হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইউনানী চেয়ার ভারতের প্রখ্যাত গবেষক অধ্যাপক ডা. মনোয়ার হোসেন কাজমি, সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।