আন্তর্জাতিক ডেস্ক : বহু বছর ধরে চলে আসা চরম নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেইসঙ্গে ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে আক্রমণ করে। কয়েকদিনের অভিযানে ইসরায়েলের এক হাজার ৪০০ জন নিহত হন। আহত হয় তিন হাজারের বেশি মানুষ।
ওই দিন ইসরায়েলে অনুষ্ঠিত এক সঙ্গীত আয়োজনে হামলা চালিয়ে ২৫০ জনকে হত্যা করে হামাসের যোদ্ধারা। ওইদিনের ঘটনার বর্ণনা দিয়েছেন ইসরায়েলি এক মডেল। এক্সপ্রেস ডট কম ডট ইউকে’তে তিনি বলেছেন, সেদিন হামলাকারীদের হাত থেকে বাঁচতে লাশের স্তূপের নিচে লুকিয়েছিলেন তিনি। সেইসব লাশের মধ্যে তার প্রেমিকের লাশও ছিল।
২৭ বছর বয়সি মডেল মাজাল বেন-ডেভিড সেদিন পায়ে গুলিবিদ্ধ হন। সেইসময় তিনি প্রায় দুই ঘণ্টা ধরে লাশের স্তূপে মৃতের ভান করে ছিলেন। সেসব লাশের মধ্যে তার পার্টনার ডেভিড নেমানও ছিলেন। তাকে হামাসের যোদ্ধারা গুলি করে হত্যা করে।
ঘটনার বিস্তারিত জানাতে মাজাল আরো বলেন, সেদিন আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম কিন্তু তারা বের হওয়ার পথ বন্ধ করে রাখে। এ সময় একজন নিরাপত্তারক্ষী চিৎকার করে বলতে থাকেন, প্রাণে বাঁচতে চাইলে পালান। এরপর তারাসহ ১৪ জন একটি ডাস্টবিনে লুকান। সেখানে তারা প্রায় তিন ঘণ্টা ধরে ছিলেন।
সূত্র: ডেইলি মেইল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।