Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা পাঠানোর খবরে নড়েচড়ে বসেছে ইরান। দেশটির সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, কোনো প্রকার হামলা হলে আক্রমণকারীদের গুঁড়িয়ে দেওয়া হবে।
মেজর জেনারেল হোসেইন সালাম রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেন, ‘যে কোনো আগ্রাসনের জবাব দিতে আমরা প্রস্তুত।’
গত সপ্তাহে সৌদি আরবের দুটি তেলক্ষেত্রে হামলার দায় স্বীকার করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র উভয়ই এ হামলার জন্য ইরানকে দায়ী করে।
ওই হামলার পর আমেরিকা দেশটিতে সেনা পাঠানোর ঘোষণা দেয়।
ইরান বলছে, ‘আমাদের মাটিতে কোনো যুদ্ধ মেনে নেওয়া হবে না। আক্রমণকারীদের আমরা ধ্বংস করতে তৈরি আছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।