ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নেতারা ‘‘যেখানেই থাকুক না কেন’’ তারা কোনোভাবেই নিরাপদ নয়। কাতারে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার পর তিনি ইঙ্গিত দেন, বিদেশেও এ ধরনের হামলা ভবিষ্যতে হতে পারে।
জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, প্রত্যেক দেশেরই ‘‘নিজের সীমানার বাইরে গিয়েও আত্মরক্ষার অধিকার রয়েছে’’। খবর আল জাজিরার।
তার এই মন্তব্য আসে এমন সময়ে, যখন হোয়াইট হাউস জানিয়েছিল— প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন, তাদের মাটিতে আর এমন ঘটনা ঘটবে না। কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা আন্তর্জাতিক মহলে ক্ষোভের জন্ম দেয়। এ ঘটনায় ট্রাম্প নিজেও ইসরায়েলের সমালোচনা করেন।
হামাস জানিয়েছে, ওই হামলায় ছয়জন নিহত হলেও তাদের শীর্ষ নেতারা অক্ষত রয়েছেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে যুক্তরাষ্ট্র এ হামলায় কোনোভাবে জড়িত ছিল কিনা জানতে চাইলে নেতানিয়াহু স্পষ্ট জবাব দেন— ‘‘আমরাই করেছি। একেবারে একা।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



