মানুষের ভাষায় তোতা পাখির কথা বলা হয়তো অনেকে শুনেছেন। কিন্তু ‘বহু ভাষাবিদ হয়ে ওঠা’ পাখির দেখা কয়জনই বা পেয়েছেন! বাড়ির সিন্দুক পাহারা দিতে ইংরেজি পাসওয়ার্ড শিখিয়ে দেয়া তোতা যদি কিছুদিন পর এসে স্প্যানিশ পাসওয়ার্ড শোনায় তাহলে অবাক হবেন নিশ্চয়! এমনই এক তোতা পাখির আশ্চর্যজনক কিছু তথ্য আজকের আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করা হবে।
প্রাণীবিদ্যার একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে পাখির কথা বলা। কথা বলা শেখালে মানুষের উচ্চারিত যেকোনো কিছু আয়ত্ত করতে পারে পাখি। হতে পারে সেটা ইংরেজি, বাংলা অথবা অন্য যেকোন ভাষা। অনেক সময় সিন্দুকের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয় পাখির ভাষা। বৃটেনের এক বাসিন্দা আফ্রিকার গ্রে তোতাপাখি পছন্দ করেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন নিজের কাছে পাখিটিকে রেখে দেন।
ওই বাসিন্দা আদর করে এ পাখির নাম রেখেছিলেন নাইজেল। অনেক পরিশ্রম করার পরে তিনি সেটাকে ইংরেজি বলাও শেখাতে সক্ষম হন। এরপর এ পাখিটি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারতো। এরপর হঠাৎ করে তার প্রিয় তোতা পাখি হারিয়ে যায়।
ওই বাসিন্দা অনেক খোঁজাখুঁজি করেও পাখিটিকে না পেয়ে মর্মাহত হয়েছিলেন। এরপর কেটে যায় আরো ৪ বছর। যুক্তরাষ্ট্রের এক বাসিন্দার কাছ থেকে তিনি তোতা পাখিটিকে ফিরে পান। পুরনো প্রভুকে চিনতে ভুল করেননি তোতা পাখি।
কিন্তু এ পাখির ভাষা আর ইংরেজি নেই। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর তিনি বুঝতে পারলেন যে, পাখিটি স্প্যানিশ ভাষায় কথা বলছে। পাখিটি ইংরেজি ভুলে গেছে একেবারেই। নাইজেল শুধু স্প্যানিশ ভাষা চমৎকার বলতে পারছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।