বিনোদন ডেস্ক: ইন্ডাস্ট্রিতে একের পর এক যেন মৃত্যুর খবর ভেসে আসছে। প্রতি সপ্তাহেই নক্ষত্রের পতন। সহকর্মীরা শোক কাটিয়ে উঠার আগেই নতুন কাউকে হারানোর বেদনায় শোকস্তব্ধ হয়ে পড়ছেন। এবার হার্ট অ্যাটাকে মারা গেলেন মালয়ালম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা কাজান খান।
সোমবার (১২ জুন) মৃত্যু হয়েছে তার। এ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা। এছাড়া আত্মার শান্তি কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ অনেকে।
অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন প্রযোজনা নিয়ন্ত্রক ও চলচ্চিত্র প্রযোজক এনএম বাদশা। তিনি অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে লেখেন, ‘জনপ্রিয় খলনায়ক কাজান খান হার্ট অ্যাটাকে মারা গেছেন। তিনি সিআইডি মুসা, বর্ণপাকিট্টুসহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তার পরিবারের প্রতি রইল সমবেদনা।’
এরপরই পর্দার খলনায়ক কাজান খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে চারপাশে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর,, সিআইডি মুসা, দ্য ডন এবং ইভান মারিয়াদারমন সিনেমায় কাজান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা দিলীপ। এ অভিনেতা সহ-অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
কাজান খান তামিল, মালয়ালমসহ দক্ষিণী ইন্ডাস্ট্রির অনেক সিনেমায় কাজ করেছন। ১৯৯২ সালে তামিল সিনেমা ‘সেন্থামিজ পাত্তু’-এ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। এ সিনেমার মাধ্যমেই অভিনয় ক্যারিয়ার শুরু হয় তার। এতে কাজানের সঙ্গে সহ-অভিনেতা ছিলেন প্রভু। এরপর গান্ধর্ভম, সিআইডি মুসা, দ্য ডন, মায়ামোহিনীসহ কয়েকটি সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে সাফল্য পান।
এছাড়া মালয়ালম এ অভিনেতা সেতুপাথি আইপিএস, ডুয়েট, মুরাই মামান, কারুপ্পু নীলা ও আনাজগান’র মতো সিনেমায় অভিনয় করেছেন। তবে ১৯৯৩ সালে মালয়ালম ‘গান্ধর্ভম’ সিনেমায় মোহনলালের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থানে জায়গা করে নেন কাজান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।