লাইফস্টাইল ডেস্ক: এখন যে গরম তাতে খুব বেশি সাজগোজ করে ঘর থেকে বের হওয়াই কঠিন। কিন্তু ঈদের দিন তো প্রিয়জনদের সঙ্গে দেখা করতেই হবে। তারাও বাসায় বেড়াতে আসবেন। এদিকে দিনের বেলায় ঘর বের হলেই সানস্ক্রিন ব্যবহার করতে হয়। সানস্ক্রিন ব্যবহার করলে দুই, তিন ঘণ্টা পর পর আবার নতুন করে সানস্ক্রিন ব্যবহারের দরকার হয়। সবমিলিয়ে এই সময়ে ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখাই কঠিন। এই যখন অবস্থা ঈদের দিন বিকালে ঘর থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মডেল, উপস্থাপক আসিন জাহান। তিনি জানেন সাজে থাকবেনা জমকালো ভাইভ।
আসিন বলেন, কোরবানি ঈদে রান্নার অনেক চাপ থাকে। পরিবারের সদস্য এবং আত্নীয় স্বজনদের জন্য রান্না করতে হবে। অনেক সময় রান্না ঘরে থাকলে একটু বিশ্রামের প্রয়োজন হয়। এখন যেহেতু অনেক গরম বিকেলের আগে বাসা থেকে বের হবো না।
আসিন জানান, বিকেলে ঘর থেকে বের হওয়ার সময় অরগাঞ্জা ফেব্রিকের সাদা রঙের পোশাক পরবেন তিনি। গয়নার মধ্যে গলায় একটি গোল্ডের চেইন আর কানে শোভা পাবে ঝুমকা। ত্বক ময়েশ্চারাইজ করার দিকে নজর থাকবে। মূল সাজ থাকবে ঠোঁটে। ঠোঁটে ডার্ক শেডের লিপস্টিক পরবেন আসিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।