Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ‘হালাল মাংস’ বলায় ফাস্ট ফুড জগতে অনন্য নাম ম্যাকডোনাল্ডসকে বর্জনের ঘোষণা দিয়েছে ভারতের ডানপন্থী হিন্দুরা। ‘ভারতের সকল রেস্টুরেন্টে হালাল মাংস সরবরাহ করা হয়’- ম্যাকডোনাল্ডস-ইন্ডিয়ার পক্ষ থেকে টুইটারে এ ঘোষণা দেওয়ার পর থেকেই এই বর্জনের ঘোষণা আসে।
এক টুইটের জবাবে ম্যাকডোনাল্ডস জানিয়েছে, ‘আমাদের সকল রেস্তোঁরায় হালাল খাবার সরবরাহ করা হয়। আপনি এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনে সংশ্লিষ্ট রেস্তোরাঁ পরিচালকদের জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন।’
ভারতে এমন ঘোষণার পর এখন অনেকে প্রশ্ন তুলেছে, ম্যাকডোনাল্ডস ভারতে কেন হালাল মাংস পরিবেশন করবে, যেখানে ১.৩ বিলিয়ন মানুষের ৮০ শতাংশই হিন্দু। খবর আল-জাজিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।