বিনোদন ডেস্ক : বিজ্ঞাপণের মাঝে অভিনেতা ডিপজল কয়েকবার ‘হালা’ (শালা) শব্দটা ব্যবহার করায় আপত্তি তোলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তবে শব্দটা যে গালি নয়, বরং একটা সম্পর্কের সম্বোধন পরে ফারুকীকে সেটা বোঝান ডিপজল।
সোমবার (৩ অক্টোবর) রাতে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করেন নির্মাতা ফারুকী। ওই পোস্টে বিজ্ঞপণ বানানোর সময়ে ঘটে যাওয়া নানা বিষয় তুলে ধরেন এ নির্মাতা।
পোস্টের শুরুতে অভিনেতা ডিপজলকে প্রশংসায়ও ভাসান তিনি।
মোস্তফা সরোয়ার ফারুকীর ওই পোস্টটা ছিলো, ‘এটাকে হালকা ডিপজল অ্যাপ্রিসিয়েশন পোস্ট বলতে পারেন। এর আগেও আমি অনেকরেই বলছি, ডিপজল ভাইকে দিয়ে কিছু ইন্টারেস্টিং জিনিস করানো সম্ভব। নগদের বিজ্ঞাপন করতে গিয়ে সেটা আবারও টের পেয়েছি।’
ফারুকী আরও লেখেন, ‘উনি সাধারণত যে ধরনের কাজ বা যে পদ্ধতিতে কাজ করে অভ্যস্ত, আমাদের এখানে তার পুরাটাই উল্টো। ফলে তার মানিয়ে নিতে একটু সময় লাগছে। কিন্তু দ্রুতই জিনিসটার রিদম ধরতে পারে সে। কিছু কিছু চরিত্র আছে যেগুলাতে সে একটা ‘‘কিলার চয়েজ’’ হতে পারে। আশা করি সামনে তাকে নিয়ে আরও কিছু কাজ হবে।’
https://www.facebook.com/mostofa.farooki/posts/8371583302881751
ফারুকী তার লেখার শেষটা করেন এভাবে, ‘শেষ করি একটা ছোট ঘটনা দিয়ে। উনার (ডিপজলের) একটা ডায়লগ ছিলো, ‘‘ওই, হালায় মাফ চায় কেন?’’ ডাবিংয়ের সময় আমি বললাম, প্রোফেনিটি অ্যাভয়েড করার জন্য আমরা ‘‘হালা’’ বিপ দিয়ে দেবো! উনি (ডিপজল) কয়েকবার ডায়লগটা শুনলেন। শুনে বললেন, ফারুকী ভাই, হালা তো গালি না। একটা সম্পর্ক! রেখে দিন।’
সম্প্রতি নগদের একটি বিজ্ঞাপণ বানিয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। বিজ্ঞাপণে দেখা গেছে জনপ্রিয় খল অভিনেতা ডিপজলের সঙ্গে ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বিরকে। সেই বিজ্ঞাপণের ডায়লগে উল্লেখ্য ‘হালা’ শব্দটি।
এদিকে নানা জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়ে মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি। এটি শিগগিরই মুক্তি পাবে বলেও জানিয়েছে একাধিক সূত্র। সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা, ইরেশ যাকের এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানিসহ আরও অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।