স্বাস্থ্য ডেস্ক : ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। শুধু রাজধানীর শিশু হাসপাতালেই প্রতিদিন শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে আড়াইশ’ থেকে তিনশ’ শিশু। শীতের এই সময় বাচ্চাদের ঘর থেকে বের না করাসহ গরম পরিবেশে রাখার পরামর্শ চিকিৎসকদের।
গত দু’দিনে ঢাকা শিশু হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে স্বাভাবিক সময়ের চেয়ে দুই থেকে তিনগুণ। একদিকে কুয়াশা অন্যদিকে হিমেল হাওয়া, এমন পরিস্থিতিতে বড়রাই যখন কাবু তখন শিশুদের অবস্থা আরও খারাপ। এ সময়ের মধ্যে যারা ভর্তি হয়েছেন তাদের মধ্যে শ্বাস কষ্ট, ডায়রিয়া আর নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যাই বেশি।
সবচেয়ে খারাপ অবস্থায় সদ্যজাত কিংবা এক থেকে দেড় মাস বয়সী শিশু। খিঁচুনি জ্বরসহ অন্যান্য রোগেও আক্রান্ত হচ্ছে। রোগীর চাপ বাড়ায় আসন সংকটের কারণে সবাইকে হাসপাতালে ভর্তি নেয়া সম্ভব হচ্ছে না বলে জানান চিকিৎসকরা। এ সময় শিশুদের বাইরে বের না করা, গরম পোশাক পরানোসহ বিশেষ যত্ন নেয়ার পরামর্শ তাদের।
ঢাকা শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক ফারুক আহমেদ বলেন, সকালে সূর্য ওঠার আগে এবং সন্ধ্যার পর শিশুকে বাইরে না বের করলে তারা হয়তো কিছুটা শীতের প্রকোপমুক্ত থাকতে পারবেন।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন মৃদু শৈত্য প্রবাহ আরও দুই তিন দিন স্থায়ী হতে পারে।
খবর : সময়নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।