জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর এবং তার সঙ্গীদের ওপর হামলার ঘটনা তদন্তে গঠিত কমিটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নূরের সঙ্গে দেখা করে ঘটনার বিষয়ে অনুসন্ধান করেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার কিছু পরে তদন্ত কমিটির সদস্যরা নুরের সঙ্গে সাক্ষাৎ করতে যান।
তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ভিপি নুর বলেন, ‘বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির সদস্যরা বেলা সাড়ে ১১টার দিকে আমার সঙ্গে দেখা করতে আসেন৷ তারা ওইদিনের হামলার বিষয়ে জানতে চেয়েছেন৷’ তদন্ত কমিটি গঠন নিয়ে মন্তব্য করে নূর বলেন, ‘ঘটনা ঘটার পরে এরকম তদন্ত কমিটি গঠন করা হয়৷ কিন্তু ব্যবস্থা নিতে আমরা দেখি না৷’
ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর এবং তার সঙ্গীদের ওপর হামলার ঘটনা তদন্তে ঘটনার পরদিন গত ২৩ ডিসেম্বর ছয় সদস্যের এ কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনা তদন্ত করে কমিটিকে ছয় কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়।
হামলার পর বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটি ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’। ‘এই ঘটনাটি কেন ও কীভাবে সংঘটিত হলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসু ভবনে নিজ কক্ষে ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর গায়েব হয়ে গেছে ঘটনার সিসিটিভি ফুটেজ।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.