বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সঙ্গীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী প্রায় ছয় মাস ধরে পালাক্রমে তিনিটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের চিকিৎসা শেষে তিনি এখন বাসায় ফেরার অপেক্ষায় রয়েছেন। ৯ জুলাই, মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আলাউদ্দিন আলীর সহকারী কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।
তিনি জানান, সুরকার আলাউদ্দিন আলী সুস্থ হয়ে উঠছেন। তার বাম হাত ও বাম পা প্রায় অকেজো হয়ে পড়েছিলো। এখন বাম পা ভালো হওয়ার পথে। অন্যের সহেযোগীতা নিয়ে হাঁটতে পারছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন খুব শিগগিরিই বাসায় ফিরতে পারবেন তিনি।
চলতি বছরের ২২ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় মহাখালীর আয়েশা মেমোরিয়াল হসপিটালে আইসিইউতে ভর্তি হন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। এরপর তার অবস্থার অবনতি হলে টানা ২৬ দিন লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।
এদিকে বিএসএমএমইউতে এ শিল্পীর চিকিৎসা শেষে সম্প্রতি শরীরের বাম অংশে সমস্যা থাকায়, ফিজিওথেরাপি নিতে তাকে সাভারের সিআরপি হাসপাতালে নেয়া হয়েছে। এখন সেখানেই চিকিৎসা চলছে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।